আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
১৮৬. যাদেরকে আল্লাহ বিপথগামী করেন, তাদের কোন পথ প্রদর্শক নেই, আর তাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মত ঘুরে বেড়াতে দেন।
১৮৭. তারা তোমাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত কখন ঘটবে?’ বল, ‘এ বিষয়ের জ্ঞান শুধু তোমার প্রতিপালকেরই আছে। শুধু তিনিই যথাসময়ে তা প্রকাশ করবেন। তা আসমান ও যমীনে একটি ভয়ঙ্কর ঘটনা হবে। হঠাৎ করেই তা তোমাদের উপর আসবে।’ তুমি এ বিষয়ে ভাল করে জানÑ মনে করে তারা তোমাকে প্রশ্ন করে। বল, ‘এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে। কিন্তু অধিকাংশ লোক জানে না।’
Spread the love