আল কোরআন

সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
১৭০. যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামায প্রতিষ্ঠা করে; আমি তো সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না।
১৭১. যখন আমি বনী ইসরাঈলের উপর পাহাড়কে স্থাপন করি, সেটা ছিল কোন একটি ছায়ার ন্যায়। তারা তখন মনে করেছিল, ওটা তাদের উপর পড়ে যাবে। তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ কর এবং তাতে যা রয়েছে তা স্মরণ রেখ, আশা করা যায়, তোমরা তাকওয়ার অধিকারী হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!