ঈসা ইবনে মরিয়ম (আ) ও দাজ্জালের বিবরণ
১০৭। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) একদিন মানুষের মাঝে মাসীহ দাজ্জালের কথা আলোচনাকালে বললেন, “নিশ্চয়ই আল্লাহ অন্ধ নন। সাবধান, দাজ্জালের ডান চোখ কানা, তার চোখ ফুলে উঠা আঙ্গুরের মতো। (বুখারী-কিতাবুল আম্বিয়া)