আয়ারল্যান্ডের নিউ জিল্যান্ড ও পাকিস্তান সিরিজ স্থগিত
স্পোর্টস: শঙ্কা জেগেছিল আগেই, এবার সেটিই সত্যি হলো। নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দুটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আগামী ১৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের।
এরপর ১২ ও ১৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে ডাবলিনে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দলটির। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ডে সফরে যাওয়ার কথা আছে দলটির। এই সিরিজ নিয়েও আছে অনিশ্চয়তায়। আলোচনার টেবিলে আছে সিরিজটির ভবিষ্যৎ, জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
Spread the love