আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটঘরিয়ায় বর্ণাঢ্য রালী, দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার আটঘরিয়ায় বর্ণাঢ্য রালী, আলোচনা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়ে আটঘরিয়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আটঘরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় শহীদ মিনার পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহায়মীন হোসেন চঞ্চলের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে কুলছুম বিউটি, উপজেলা আওয়ামী নেতা জামাল উদ্দীন মোল্লা, আবু রাসেল, খাইরুল ইসলাম, হেলাল উদ্দিন খান, মাজপাড়া ইউনিয়ন আওয়ানী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহা, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো : রেজাউল করিম সরদার, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফার, সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্বু, ছাত্র লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুরাদ প্রমুখ। পরে কেক করা হয়।
এর আগে সকালে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
Spread the love