ইউক্রেনের শহরে রুশ ভাষার ওপর নিষেধাজ্ঞা
বিদেশ : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর নিকোলায়েভের স্কুলে রুশ ভাষা নিষিদ্ধ হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। প্রতিবেদনে জানানো হয়েছে, নিকোলায়েভের শিক্ষা প্রতিষ্ঠানে রাশিয়ান ভাষা নিষিদ্ধ করার পক্ষে সিটি কাউন্সিলের নির্বাহী কমিটির ভোট হয়।
গত শুক্রবার ভোটে এই সিদ্ধান্ত পাস হয়। সিটি কাউন্সিলের সদস্য ইয়েকাতেরিনা স্টোকোলিয়াস ফেসবুকে লিখেছেন, নিকোলায়েভ আগামী ১ সেপ্টেম্বর থেকে রাশিয়ান ভাষায় আর কোনো কোর্স, ক্লাব বা শিক্ষাক্রম চলবে না। এদিকে রাশিয়ান সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন বলছে, হামলার আগে থেকেই ইউক্রেনে রুশ ভাষা ও শিল্পকর্মের ওপর বিধিনিষেধ চাপানো হচ্ছিল। ২০১৯ সালের মার্চ মাসে রাশিয়ার ৪০টি শিল্পকর্মের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কিয়েভ।
Spread the love