‘ইত্যাদি’ এবার কুয়াকাটায়

বিনোদন: দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে আগুনমুখা, পায়রা ও লোহাদিয়া নদীবিধৌত পটুয়াখালী জেলার সাগরকন্যা কুয়াকাটায়। ভৌগোলিক অবস্থানের কারণে কেবলমাত্র এই সৈকত থেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যরে কুয়াকাটা সৈকত দেশের অন্যতম নৈসর্গিক লীলাভূমি। এবারের ইত্যাদির ধারণে পেছনে সমুদ্র এবং অর্ধশতাধিক মাছ ধরার নৌকা রেখে বানানো হয়েছে সেট। কুয়াকাটার ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে ছিল হাজার হাজার দর্শকের উপস্থিতি। আমন্ত্রিত দর্শক ছাড়াও অসংখ্য মানুষ আশেপাশের গাছ ও রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন অনুষ্ঠানের নান্দনিক সব পর্ব। ইত্যাদির এই অনুষ্ঠানটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আগামি ২৯শে মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!