ঈশ্বরদীতে অতিরিক্ত অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু
পিপ (পাবনা) : পাবনার ঈশ্বরদী উপজেলায় অতিরিক্ত অ্যালকোহল (স্পিরিট) পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওহিদুর রহমান সজল (৩২) ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলুর ছেলে ও রাজু হোসেন (৩০) উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর এলাকার মৃত শামীম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার উপজেলা সদরের স্থানীয় হোমিও ঔষধ বিক্রেতা শ্যামলের কাছ থেকে অ্যালকোহল (স্পিরিট) কিনে পান করেন তারা। পরে দুইজনই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে দু’জনের মৃত্যু হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বার্তা সংস্থা পিপ‘কে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।