ঈশ্বরদীতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নুরুজ্জামান বিশ্বাস
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর প্রকাশিত তালিকায় ঈশ^রদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নুরুজ্জামান বিশ^াসের নাম রয়েছে।
আজ রোববার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডী রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ^াসের নাম রয়েছে।
ঈশ^রদী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইসাহক আলী মালিথা ঈশ^রদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের নাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ১২২ জন চেয়ারম্যান প্রার্থীর প্রকাশিত তালিকায় ঈশ্বরদীর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নুরুজ্জামান বিশ^াসের নাম রয়েছে।