ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি : ১৪ ডিসেম্বর ২০২০ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ফতে মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আরমান খান (৩৫), পিতা- মোঃ আসলাম খান, সাং- ফতে মোহাম্মদপুর, থানা- ঈশ^রদী, জেলা- পাবনাকে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক তার নিকট হতে ২০০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
Spread the love