ঈশ্বরদীতে এক শিশুর মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে সোহাগ হোসেন নামের ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহাগ উপজেলার চরগরগরি গ্রামের আকরাম হোসেনের ছেলে। সে চরগরগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, শিশু সোহাগ সোমবার বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়ে আর ফিরে আসেনি। রাতভর বিভিন্ন জায়গায় অনেক খোঁজ খবর করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সকালে এলাকার একটি করলা ক্ষেতে স্থানীয় এক কৃষক সোহাগের মরদেহ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, শিমুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারনে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।