ঈশ্বরদীতে কমরেড আব্দুল হকের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে কমরেড আব্দুল হকের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পাবনা জেলা মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক এস এম রেজাউল ইসলাম মহিদুলের সভাপতিত্বে ২২শে ডিসেম্বর সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এস সাইদুর রহমান, মাহফুজুর রহমান কালা, রাগিব আহসান রিজভী, আকরাম সরদার প্রমুখ । স্মরণ সভা পরিচালনা করেন শকিবুল ইসলাম সজল। বক্তারা বলেন এদেশের শ্রমিক,কৃষক মেহনতি মানুষের শোষণ মুক্তির পথ হচ্ছে কমরেড আব্দুল হকের নির্দেশিত পথ।
Spread the love