ঈশ্বরদীতে কলা বোঝাই ট্রাক উল্টে নিহত ৩ ; আহত ৬
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় কলা বোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে।
রবিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রামানিক, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় আরো অন্তত ৬ জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।