ঈশ্বরদীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতপ শাহীনা খাতুন নিলু নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামর বার্থরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন তিনি।
আজ দুপুর ১টার দিকে বাড়ির পাশের দুজন নারী নিলুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরের বার্থরুমে পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত বলতে পারব।
Spread the love