ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ঈশ্বরদীতে সাবিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মুলাডুলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেদুনদিয়া (ঢুলটি) গ্রামের স্বামীর বাড়ি হতে পুলিশ তার লাশ উদ্ধার করে।
দাম্পত্য কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ,সাবিনাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর হতে নিহতের স্বামী আত্মগোপনে রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন,‘গৃহবধূ সাবিনার মৃত্যু নিয়ে দু’পক্ষই ভিন্ন কথা বলছেন। যা রহস্যের সৃষ্টি করেছে। ঘটনার পর তার স্বামী জামিরুল ওরফে কালূ কে পাওয়া যাচ্ছে না। সম্ভবত: আত্মগোপন করেছেন। ‘মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানিযেছেন।
Spread the love