ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক সুমন আলী নিহত হয়েছেন। বুধবার সকাল ছয়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামের রোজদার আলী শেখ এর ছেলে।
ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের পাকশীর দিয়াড় বাঘইল নামক স্থানে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় খড় বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে দাঁড়ানো ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান খড় বোঝাই ট্রাকের চালক সুমন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Spread the love