ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় রতন আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার পাকশী স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন পাকশীর রূপপুর এলাকার নাহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে রূপপুর মোড় থেকে বাংলাকুঠির দিকে যাওয়ার পথে একটি পাথরবোঝাই ট্রাক রতন আলীকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানা পুলিশের ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Spread the love