ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদী সংবাদদাতা: ট্রেনের ছাদে ভমন করে বাড়ি ফেরার পথে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কায় ড্যানিয়েল সরকার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ড্যানিয়েল সরকার সাতক্ষিরা জেলার তালা উপজেলার গোনালী ইউনিয়নের খোকন সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি ট্রেনিং শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, ঈশ্বরদী-খুলনা গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে বসে খুলনা যাচ্ছিল। ট্রেনটি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের গার্ডারে ধাক্কায় ছিটকে ব্রিজের নিচে পড়ে তার মৃত্যু হয়। সোমবার সকালে ঈশ্বরদী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
Spread the love