ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ের সিগন্যালের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে শুকুর আলী শেখ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা রাতে ঈশ্বরদী-খুলনা রেলরুটের পাকশী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী লক্ষীপুর জেলার রাজপাড়া থানার ভাটাপাড়ার মৃত মজিদ শেখের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ জানান, পাকশী স্টেশন সংলগ্ন সিগন্যাল লাইটের জোড়া পোস্টের পাশে একজনকে পড়ে থাকতে দেখে এলাকাবাসি ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি রেলওয়ে থানার অধিনে হওয়ায় তাদের খবর দেয়া হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (জিআরপি) সুবীর দত্ত জানান, ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে মোবাইল ফোনে সেলফি তোলার সময় অসাবধানতাবশত ঘটনাস্থলের সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। এতে তার মৃত্যু হয়েছে। নিহতের পকেটে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।