ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুই গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ^রদীর মুলাডুলি শেখপাড়া এলাকার একটি আখক্ষেতে ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, এক নারী গার্মেন্টসকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিযুক্ত আল আমিনের। সম্পর্কের জের ধরে ওই গার্মেন্টসকর্মীকে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলে আল আমিন। তার সঙ্গে দেখা করার জন্য ওই নারী তার বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে ঈশ্বরদীর দাশুড়িয়া যায়। পরে আল আমিন তার সহযোগীদের নিয়ে রাত আটটার পর তাদের আখক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত সাড়ে দশটার দিকে ভিকটিম নারীদের উদ্ধার করে।
ভিকটিমদের বক্তব্য শুনে রাতেই কুষ্টিয়া ও বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদীর লক্ষীকোলা গ্রামের আল আমিন (২৫), মহিদুল সরদার (৩৫), নাটোরের বড়াইগ্রামের গোপালপুর গ্রামের আব্দুর রশীদ (৩৫) ও রাজাপুর গ্রামের জাবেদ আলী (৩৫)। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলা দায়ের শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!