ঈশ্বরদীতে পুলিশের লিফলেট বিতরণ ও হেলমেট বিক্রয়
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : সড়ক পরিবহণ আইন বাস্তবায়নের জন্য ঈশ্বরদী থানা পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশের পক্ষ থেকে আজ সকালে অতিরিক্তি পুলিশ সুপার জহুরুল হক ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকির নেতৃত্বে শহরের ‘জিরো পয়েন্ট’ রেলগেট বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপি লিপলেট বিতরণ ও হেলমেট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় ট্রাফিক পুলিশের পরিদর্শক ও সার্জেন্টসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে তারা বিভিন্ন প্রকার যানবাহণ চালকদের মধ্যে এক নজরে সড়ক পরিবহণ আইনের লিপলেট বিতরণ করেন এবং হেলমেট বিহিন হোন্ডা চালকদের নিকট হেলমেট বিক্রি করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন।
Spread the love