ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২জন নিহত আহত হয়েছে আরো ১জন।
নিহতরা হলেন, স্কুল ছাত্র ওবায়দুল্লাহ ও আফজাল হোসেন।
জানা যায়, সোমবার বেলা পৌনে বারোটার দিকে ছেলে ওবায়দুল্লাহকে নিজের ভ্যানে তুলে পিতা আফাজ পাকশি বাজারের দিকে যাচ্ছিলো। এসময়ে পাকশি খানকা শরিফের সামনে পেছন থেকে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দিলে এঘটনা ঘটে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওবায়দুল্লাহ। পিতা আফাজকে গুরুত্বর আহত অবস্থায় ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে একই সময়ে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগরের চক্ষু হাসপাতালের সম্মুখে অপর সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক আফজাল হোসেন নিহত হয়েছে।
আফজাল হোসেনের ছেলে জানান, তার বাবা অটোরিক্সা চালিয়ে ঈশ্বরদী শহরে আসার পথে একটি মোটর সাইকেল তার রিক্সায় ধাক্কা দেয়। এসময় অটোরিক্সার ব্যাটারী বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আফজাল হোসেন গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঈশ্বরদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।