ঈশ্বরদীতে প্রতিপক্ষের হামলার এক নারী নিহত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীর পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কমেলা খাতুন (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বয়ড়া গ্রাম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দাশুড়িয়া ইউনিয়নের বয়ড়া গ্রামের আবুল কালাম আজাদ ও একই গ্রামের মফিজ উদ্দিনের সাথে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল ১১ টার দিকে আবুল কালাম আজাদ গংয়েরা একই গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এসময় মফিজ উদ্দিনের মা কমেলা খাতুন তাদেরকে বাধা দিলে তাকে ফেলে দেয় হামলাকারীরা। এসময় কমেলো খাতুন মাটিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ পক্ষের বাকী বিল্লাহ, শফি উদ্দিন ও অপি কে গ্রেপ্তার করে।
পুলিশ সোমবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মফিজ উদ্দিন বাদী হয়ে ঈশ^রদী থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার এএসপি ঈশ্বরদী সার্কেল জহুরুল হক ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।