ঈশ্বরদীতে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে (৯ ফেব্রুয়ারি) রাতে দুই বোতল বিদেশী মদ, একটি মোবাইল ফোন, সিম কার্ডসহ মিজানুর রহমান সুমন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সুমন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ রাড়িখাল গ্রামের আশরাফ উদ্দিন বেনুর ছেলে।
র্যাব-১২ পাবনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি মিজানুর রহমান সুমন (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনার সদস্যরা। সুমনের নামে ঈশ^রদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, র্যাব থানায় জমা দেওয়ার পর সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।