ঈশ্বরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলায় আগুয়ান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা , বিশেষ অতিথি খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ খায়রুল ইসলাম , ইউপি সদস্য আসাদুল হক ,সাবেক ইউপি সদস্য রঞ্জু ,পদ্মার খবর পত্রিকার সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিঙ্কু, আগুয়ান এর প্রতিষ্ঠাতা ইমন ,আহবায়ক সানি, সদস্য-সচিব আরমান সহ অনেকেই ।
দুইটা টিমের খেলা শেষে চ্যাম্পিয়ন হয়েছে তমাল ও তুষার অপরদিকে চ্যাম্পিয়ন হয়েছে আবু তালহা ও শাকিব । উভয়ের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির । শ্রেষ্ঠ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে আবু তালহা । প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকরা প্রাণভরে উপভোগ করেন ।