ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত

সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়স্থ মুক্তিযৃদ্ধের স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে আজ রোববার সকাল ৬টা ৪০ মিনিটের সময় মহান বিজয় দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

প্রথমে স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ হোসেন ভূঁইয়া পুষ্পমাল্য অর্পণ করেন।

শামসুর রহমান শরীফ ডিলু এমপির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাসদ, জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী কৃষি কলেজ, সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এ্যান্ড কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, ঈশ্বরদী প্রেসক্লাব, ফটো সাংবাদিক এসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সোসাইটি, নিউএরা ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ঈশ্বরদী ক্যাবল নেটওয়ার্ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, মুক্তিযোদ্ধা সংসদ, শিল্প ও বণিক সমিতি, স্বর্ণ শিল্পী কল্যাণ সমিতি, সকাল প্রি-ক্যাডেট স্কুল, সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, ইলেকটিক এন্ড ইলেট্রনিকস ব্যবসায়ি সমিতি, আলহাজ্ব মোড় ব্যবসায়ি সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়া ঈশ্বরদীর সকল সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান, অফিস, ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!