ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে (৬২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার রাত ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে দুবৃৃত্তরা তার বাড়ির সামনে তাকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। রাত সাড়ে দশটার দিকে মুমুর্ষ অবস্থায় ঈশ্বরদী থেকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
মুস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল জানান, রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে এসে পৌঁছুলে কয়েকজন দুর্বৃত্ব একটি মোটর সাইকেল থেকে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম শামিম জানান, তার বুকে ও পিঠে একাধিক গুলিবিদ্ধ হয়েছে। একটি গুলি বের করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।