ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত সেলিমের ছেলে তানভীর রহমান তন্ময় বাদি হয়ে গেলো রাতে ঈশ^রদী থানায় মামলাটি দায়ের করেন। মামলা নস্বর ১২।

মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত বুধবার রাতে পাবনার পাকশীর রুপপুরে বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!