ঈশ্বরদীতে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে পৌর যুবলীগের ওয়ার্ড সভাপতি ইয়াহিয়া রনিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধায় শহরের শহীদ আমিনপাড়া মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত রনিকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধায় পৌর যুবলীগের ৯নং ওয়ার্ড সভাপতি ইয়াহিয়া রনিকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত রনিকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা শান্ত রয়েছে। তবে ঘটনাটি পারিবারিক বিষয়ের জের ধরে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
Spread the love