ঈশ্বরদীতে রোপা আমন ফসল কর্তন উৎসব
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত রোপা আমন প্রদর্শীনর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত ২২ নভেম্বর শুক্রবার সকালে ঈশ্বরদী পৌর এলাকার ইস্তা গ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ ড.মোঃ আব্দুল মুঈদ,মহাপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী ঢাকা। বিশেষ অতিথি ছিলেন-কৃষিবিদ ড.মোঃ রফিকুল ইসলাম,অধ্যক্ষ,কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট,ঈশ্বরদী,পাবনা। আ,ক.ম শাহরিয়ার,অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর,বগুড়া। কৃষিবিদ মোহাম্মদ আলী,উপ-পরিচালক যশোহর অঞ্চল। মোঃ আবুল কালাম আজাদ মিন্টু,মেয়র ঈশ্বরদী পৌরসভা।
পবিত্র কোর আন তেলৈওয়াত ও গীগতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের নূচনা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা ব্তব্য দেন কৃষি অফিমার মোঃ আব্দুল রতিফ। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন কৃষক মোঃ শাহজাহান আলী পেঁপে বাদশা। জুলহাস উদ্দিন,নুরুন্নাহার ও আনিছুর রহমান আদম। মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আজাহার আলী,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারন অধিদপ্তর,পাবনা। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল লতিফ।
মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষান-কৃষানী ও এটি কলেজের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত সমবেত হয়ে মাঠ দিবসে রোপা আমন ব্রি-৮০ ধান কাটার উদ্বোধন করা হয়। এসময় শ্রমিক সংকট দূর করতে আধুনিক প্রযুক্তির ধান কাটার যন্ত্রের মাধ্যমে ধান কাটারও উদ্বোধন করা হয়।