ঈশ্বরদীর মিরকামারি স্কুল সড়কের কাজের উদ্বোধন
সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় ও মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কের ১ কিলোমিটার কার্পেটিং কাজের আজ শনিবার উদ্বোধন হয়েছে। উক্ত স্কুল সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মকলেছুর রহমান মিন্টু।
স্কুল সড়ক নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, সলিমপুর ইউপি সদস্য নুরুল ইসলাম, ঠিকাদার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর সরদার, মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর রহমান, মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার ও নিজাম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু বলেন, মিরকামারি আদর্শ উচচ বিদ্যালয় ও মিরকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য ১ কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, ঈশ্বরদীবাসির ভোটে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন এলাকার কালভাট, সাকো, রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি।