ঈশ্বরদীর মুলাডুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : নিখোঁজের ৩ দিন পরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলী থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুল ইসলাম এরশাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার মুলাডুলী ইউনয়নের একটি ইটভাটার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত এরশাদ মুলাডুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এবং ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ছিলেন।
নিহতের মামা এবং মুলাডুলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক কামাল হোসেন মিঠু জানান, সোমবার রাত ৯টার পর থেকে এরশাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় সাধারন ডায়েরী করা হয়। আজ বুধবার দুপুরে স্থানীয় লোকজন মুলাডুলী ইউনিয়েনের একটি ইটভাটার কাছে এরশাদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, নিহতের দুই কান কাটা, একটি চোখ উপড়ানো, গলায় ইলেকট্রিকের তার পেচানো সহ শরীরে ধারালো অস্ত্রাঘাতের চিহ্ণ রয়েছে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে বলে তিনি জানান।