ঈশ্বরদীর রূপপুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা দেড়টার দিকে উদ্ধার হওয়া নিহত জহুরুলের (৪০) গলায় আঘাতের বেশ কয়েকটি দাগ রয়েছে। সে নতুন রূপপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, জহুরুল দুটি বিয়ে করেছে, বড় বউ শারমিন থাকে গ্রামের বাড়িতে ও ছোট বউয়ের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। পাবনাতে সে ছোট বোউকে নিয়ে থাকতো।
কয়েকদিন আগে নাকি ছোট বউ সান্তনা ভেড়ামারাতে বাপের বাড়িতে চলে যায়। হঠাৎ করে আজ দুপুরে একটি এ্যাম্বুলেন্সে করে বাড়ির উঠোনে এসে জহুরুলের মরদেহ নামিয়ে দিয়ে চলে যায় এ্যাম্বুলেন্সটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ। মরদেহ সাথে করে নিয়ে আসা ঈশ^রদীর মসুরিয়া পাড়ার নিয়ামতউল্লাহ নামের যুবককে আটক করেছে পুলিশ। এরই মাঝে জহুরুলের ছোট বউও এর মাঝে হঠাৎ করে হাজির হয়ে যায় এ বাড়িতে। তাকেও আটক করে পুলিশ।