ঈশ্বরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে-৫ জনের মনোনয়নপত্র জমা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে-৮ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জিনাত আরা জলির সর্বশেষ তথ্য অনুযায়ি আজ সোমবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন সম্ভ্যাব্য প্রার্থী ও সমর্থকেরা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ নুরুজ্জামান বিশ^াস, বর্তমান উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান ও সাইফুল আজাদ বিপ্লব মল্লিøক।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, বর্তমান ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, আব্দুর রহমান মিলন, নায়েক এম এ কাদের, ইমরুল কায়েস দারা, আজিজুর রহমান চঞ্চল, মঈনুল ইসলাম লাহেড়ী মিন্টু ও মেহেদি হাসান লিখন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক আতিয়া ফেরদৌস কাকলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস রুনু, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, সুমাইয়া সুলতানা হ্যাপী, রুনা খাতুন ও মহিলা লীগ নেত্রী ফেরদৌস আরা বেবী।