ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তির ফল প্রকাশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০১৮ সালের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া।
ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, অধ্যাপক উদয়নাথ লাহেড়ী, অধ্যাপক মালিক মোহাম্মদ সেদ্দাত, রেজাউর রহমান, আব্দুস সাত্তার, শামীমা আক্তার, আলহাজ্ব মকিম উদ্দিন, আমেনা আক্তার বেবী, জুলেখা খাতুন জলি, শবনম শিরিন ও বাবুল আক্তার সহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষগণ। ৮৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এদের মধ্যে ৩৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ৪০ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলার ৪২টি কিন্ডার গার্টেন স্কুলের ৪০৫ জন শিক্ষার্থী ডিসেম্বর ২০১৮ সালে এবারের কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৩৭ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ৪০ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। বৃত্তি প্রদানের কারণে শিশুদের মধ্যে পড়াশুনার প্রতিযোগিতা চলে আসছে। আগামীতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। বিগত বছরের তুলনায় এবারের ফলাফল সন্তোষ জনক।