উত্তরাঞ্চলের তাপমাত্রা নেমে আসতে পারে এক অঙ্কের ঘরে
নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে দেশ। ২৪ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে আসতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙায়। আর ঈশ^রদীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশেই বেড়েছে শীত। এতে কনকনে ঠান্ডা বাতাস।
কনকনে ঠান্ডায় সবচেয়ে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই ভোরে কাজের বের হতে পারছেন না।
অসহায় দরিদ্র মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আবহাওয়া অফিস জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পড়ছে কুয়াশা। আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রিরও নিচে। শনিবার পর্যন্ত তামপাত্রা কমা অব্যাহত থাকবে। এসময়ের মধ্যে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের শঙ্কা, এ বছর দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রিতে। জানুয়ারিতে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ।