উন্নত দেশ জাতি গঠনে শিক্ষকদের গুরু দায়িত্ব পালন করতে হবে-লাল
রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষার কোন বিকল্প নাই। একটি জাতিকে দ্রুত এগিয়ে নিতে হলে প্রয়োজন সুশিক্ষা। বঙ্গবন্ধু জাতিকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে সকল প্রাথমিক বিদ্যালয় জাতিয়করণ সহ ব্যাপক কর্মসুচী গ্রহন করেছিল।
বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে সঠিকভাবে শিক্ষক নিয়োগ, নতুন নতুন শিক্ষা প্রতিষ্টান গড়া, শিক্ষাকদের বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বৃত্তি প্রদান, উন্নত পাঠ্যক্রমসহ নানা কর্মসুচী গ্রহন করেছে। শিক্ষা প্রতিষ্টান, শিক্ষকের সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের সমস্যা সমাধান সহ সকল বিষয় সরকার দেখছে। উন্নত দেশ ও জাতি গঠনে সরকারের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করতে হবে।
বরিরার সকালে পাবনা আদর্শ গালর্স হাই স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে তিনি এসব কথা বলেন।
মো. নওশের আলী মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাম ফারুক প্রিন্স এমপি, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউসার আলী শেখ , সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, শিক্ষক নেতা মো. আবুল কাশেম, মো. ইকবাল হোসেন. তাপস কুমার তলাপাত্র, আনোয়ার হোসেন. রওশন আলম প্রমূখ।
সভায় নওশের আলী মন্টু সভাপতি. আব্দুল কাদের সাধারণ সম্পাদক এবং জামসেদ আলী সাংগাঠনিক সম্পাদ নির্বাচিত হন।