উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী
ডেক্স রিপোর্ট: দশম জাতীয় সংসদে সমাপনী অধিবেশন শেষ। তবে বহাল থাকছে চলতি সংসদ। সমাপনী ভাষণে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকে এটা আজ প্রমাণিত। র্বতমান সরকারের নেয়া মেগা প্রকল্প বাস্তবায়নে আরও কিছু সময় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।প্রায় এক ঘণ্টার সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ বির্নিমান এখন বাস্তব।
সংসদ নেতা আরও বলনে, কঠোর পরিশ্রম করে সৎ পথে থেকে্ এদেশের উন্নয়নের দিকে্ এগিয়ে নিয়ে যাওয়াই ছিলো তার অন্যতম লক্ষ্য। আগামীতে সরকার গঠন সফল হলে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন চলে মাত্র আটদিন। পাস হয় ১৮টি বিল।
Spread the love