উল্লাপাড়ায় ইটভাটা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে রেজাউল করিম (৪০) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের ফরজ আলীর ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শ্রমিক রেজাউল করিম উল্লাপাড়া সদর ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, সকালে ফরজ আলীর ইটভাটার পাশে একটি ঘরে শ্রমিক রেজাউল করিমের ঝুলন্ত লাশ দেখতে পায় ভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Spread the love