উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেনকে নাশকতার মামলায় আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিএনপি নেতা বেলাল হোসেন উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার বছির উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র।
সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।
Spread the love