উড়োজাহাজে উড়ে এলো ৮২ টন পেঁয়াজ
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের করাচি থেকে ঢাকায় সিল্কওয়ে ওয়ারলাইনসে উড়ে এসেছে ৮২ টন পেঁয়াজ। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে উড়োজাহাজটি হযরত শাহাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ঢাকা কাস্টমস জানায়, এই পেঁয়াজ অঅমদানি করেছে সাদ ইনন্টারন্যাশনাল নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান। এ পর্যন্ত আকাশ পথে ৪টি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সুচি ঠিক রয়েছে।
পেঁয়াজ দ্রুত খালাসে প্রয়োজনীয় সহযোগীতা করেছে কাস্টমস কর্মৃপক্ষ। প্রত্যাহার করা হয়েছে সব ধরনের ট্যাক্স।
দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে এই পেঁয়াজ সারা দেশে বিক্রি করা হবে।
Spread the love