একদন্তে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসখোল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আটগরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। শনিবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার পরিদর্শন কালে তিনি এই সহযোগীতা করেন।
এসময় উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সরদার ও এলাকার সুধিজন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়ে সরকারী সহযোগীতার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও খাদ্যসামগ্রী তুলেদেন।
উল্লেখ্য, বৃহস্প্রতিবার এক অগ্নিকান্ডে একদন্ত ইউনিয়নের হিদাসখোল গ্রামের আ. ওাজ্জাক মোল্লার ছেলে ভ্যানচালক মো. আলহাজ মোল্লার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
Spread the love