একদিনে ৬০০ পাইলট ও ৭০০ কেবিন ক্রু ছাঁটাই করলো এমিরেটস
বিদেশ : করোনা ভাইরাস মহামারির মধ্যে দুবাই ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন এমিরেটস একদিনে ছয়শ’ পাইলটকে চাকরি থেকে ছাঁটাই করেছে। ছাঁটাই হওয়া বেশিরভাগ পাইলট এয়ারবাস এ-৩৮০ প্লেনে প্রবেশনারি ফার্স্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। আশঙ্কা রয়েছে, এ-৩৮০ প্লেনের কার্যক্রম কমাতে চাচ্ছে এমিরেটস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন এমিরেটস করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই করছে। এখন পর্যন্ত ৭৯২ পাইলটকে ছাঁটাই করেছে এয়ারলাইনটি। বুধবার একদিনে ছয়শ’ পাইলট ছাড়াও সাতশ’ কেবিন ক্রু সদস্যকে ছাঁটাই করেছে এমিরেটস। এর আগে এক বিবৃতিতে এয়ারলাইনটির এক মুখপাত্র বলেন, ‘আমাদের সঙ্গে কাজ করেছেন, এমন দারুণ কয়েকজন মানুষকে এ দুঃসময়ে দুর্ভাগ্যজনকভাবে বিদায় জানাতে বাধ্য হচ্ছি আমরা।’
তবে চাকরি রক্ষা করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। এমিরেটসে প্রায় ৭০ হাজার মানুষ কাজ করেন। বিশাল এ কর্মীসংখ্যার এক তৃতীয়াংশ ছাঁটাই করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।