এক গাছে এক’শ কাঁঠাল
চাটমোহর (পাবনা) : অবিশাস্য হলেও সত্য একটি মাঝারি আকৃতির কাঁঠাল গাছে এক’শ টির অধিক কাঁঠাল ধরেছে। চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গোরস্থানের মধ্যে এই কাঁঠাল গাছটিতে এরুপ ঝাক ধরে কাঠাল ধরায় দর্শনার্থীদের চোখ পড়তেই হতবাক হচ্ছেন।
সরেজমিন গাছটির কাছে গিয়ে দেখা যায়, কাঁঠাল গাছটির গোড়ার চার পাশে ঘিরে ছোট বড় অনেক কাঁঠাল ধরেছে। কাঁঠাল গুলো প্রায় সব গুলোই মাটিতে ভর করে আছে।
গাছটির মাথা থেকে শিকর পর্যন্ত তাকালে শুধু কাঠালই চোখে পড়ে। গোরস্থানের মধ্যে গাছটি হওয়ায় স্থানীয় কিছু জনসাধারন বিষয়টি জানলেও আশপাশের একটু দুরের মানুষের রয়েছে অজানাই।
Spread the love