এক বছর হওয়ার আগেই বিচ্ছেদ!

বিনোদন: হলিউড তারকা দম্পতি মাইলি সাইরাস ও লিয়াম হোমসওয়ার্থের বিয়ের বয়স এখনো এক বছরও হয়নি। অথচ এর মধ্যেই ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। বিয়ের ৮ মাসেই দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি। তবে কোনো ঝক্কি-ঝামেলা নয়, স্বাভাবিকভাবে এবং আইনি পথেই বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। সম্প্রতি উভয়েই বিবাহ বিচ্ছেদের জন্য রাজি হয়েছেন বলে জানা গেছে। সংগীতশিল্পী, অভিনেত্রী মাইলি সাইরাসের প্রতিনিধি শনিবার এক বিবৃতিতে জানান, তারা উভয়েই এখন আলাদা হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। নিকোলাস স্পার্কসের গল্প অবলম্বনে নির্মিত দ্য লাস্ট সং ছবির সেটে মাইলি এবং লিয়ামের প্রথম দেখা হয়েছিল। এটি ১০ বছর আগের ঘটনা। এরপর দুজনেই একে অপরের প্রেমে পড়ে যান। কিন্তু ২০১৩ সালে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ২০১৫ সালে এই সম্পর্ক আবার জোড়া লাগে। পরবর্তীকালে এই প্রেমিক জুটি বিয়ের সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে আকস্মিকভাবেই বিয়ে করেন তারা। উলেস্নখ্য, গত বছরের ডিসেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি দিয়ে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মাইলি। টেনেসিতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের কাজটি সেরে ফেলেছিলেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!