এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
ডেক্স রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম: আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় এ কথা জানান তিনি।
ইসি সচিব জানান, এরই মধ্যে প্রায় ৮০ ভাগ প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জেলায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো ও ব্যালট পেপার ছাপানো ছাড়া প্রায় সব কাজ শেষ। সভায় নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতা চান হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে সহায়তা করতে সকল নির্বাহী বিভাগের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এবারের নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, চার নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।