এটা আসলে ঐশ্বরিক ব্যাপার: ঋতুপর্ণা

বিনোদন: প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি এরইমধ্যে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছে। বছরের পর বছর তারা সফলভাবে জুটিবদ্ধ হয়ে কাজ করে গেছেন। সম্প্রতি নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। তাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী চ্যাটার্জিও। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হতে যাচ্ছে। তবে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণার জুটির ম্যাজিকটি আসলে কি? এত বছর পরও দর্শকরা কেন অপেক্ষা করে এই জুটির ছবি দেখার জন্য?

এমন প্রশ্নই সম্প্রতি ছুড়ে দেয়া হয়েছিল ঋতুপর্ণার কাছে। এর উত্তরে তিনি বলেন, এটা আসলে ঐশ্বরিক ব্যাপার। তাছাড়া জুটিতো নিজেরা তৈরি করা যায় না। এর গ্রহণযোগ্যতা নির্ভর করে দর্শকদের ওপর। সেদিক থেকে এই জুটির সবটা ক্রেডিট আসলে দর্শকেরই।

আমরা শুধু চেষ্টা করে গেছি ভালো কাজ করার জন্য। এদিকে কয়েকদিন আগেই সিঙ্গাপুর থেকে ভারতে ফিরেছেন ঋতুপর্ণা। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরেই থাকতে হয়েছে তাকে। দেশে এসেই ‘সল্ট’ শিরোনামের একটি ছবির কাজ শুরু করেছেন এ নায়িকা।

এই ছবির টানা শুটিংয়ে আগামী এক মাস ব্যস্ত থাকবেন তিনি। তারপরই প্রসেনজিতের সঙ্গে নতুন ছবির কাজ শুরু করবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!