এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনা প্রতিনিধি : ঐতিহ্যবাহী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে। সাধারন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন। বর্তমানে দায়িত্বরত অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এই ধরনের দুর্নীতিগ্রস্থ অধ্যক্ষের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ শিক্ষা মন্ত্রনালয়সহ প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনসহ দ্রুত তাকে এই কলেজ থেকে অপসারনের দাবি করেন সাধারন শিক্ষার্থীরা।