এফপিএবি পাবনা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত
পিপ (পাবনা) : বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পাবনা জেলা শাখার নির্বাচন বুধবার পাবনার পিপিসিসি বাজারে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৭৭ ভোট পেয়ে প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতীন খান সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোক্তার হোসেন ১৫৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলে। সভাপতি পদে অপর প্রার্থী রফিকুল ইসলাম পান ১০৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আসাদুল ইসলাম মিঠু পান ১০৬ ভোট। এ ছাড়া অন্য নির্বাচত সদস্যরা হলেন, (পুরুষ) জাহিদুর রহমান ১২৮ ভোট এবং স্বাধীন মজুমদার ৯৭ ভোট। সদস্য (নারী) কামরুন নাহার লুনা ১৮৯ ভোট, রওশন আক্তার মিন্টু ১৭৪ ভোট, শবনব মঞ্জিলা খানম মিতা ১২৫ ভোট, আসমা কাজী ১২৩ ভোট ও অ্যাডভোকেট চৌধুরী সুলতানা রাজিয়া টুলটুলি ১১৭ ভোট।
এর আগে সকাল ১১টায় সংগঠনের ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি অধ্যক্ষ কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল। ৪২ বছরের মধ্যে এই প্রথম এফপিএবির সরাসরি ভোটের নির্বাচন অনুষ্ঠিত হল। এর আগে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রেহানা মজিদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. রওশন উজ জামান মুকুল, কাজী রফিকুল আলম এবং এফপিএবির জেলা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতীন খান সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোক্তার হোসেনসহ নির্বাচিতদের তাৎক্ষণিক ফুল দিয়ে অভিনন্দন জানান পাবনার বিভিন্ন সংগঠন।
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাজাহান মামুন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, ক্যাব সাধারণ সম্পাদক দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, দৈনিক খবর বাংলা সম্পাদক ডা. আব্দুস সালাম, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম লিন্টু, বাংলাদেশ বেতার প্রতিনিধি শুশিল তরফদার, দি বাংলাদেশ টু-ডে স্টাফ রির্পোটার আব্দুল হামিদ খান, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাসান আলী, পাবিপ্রবি শিক্ষক ড. মুহম্মদ হাবিবুল্লাহ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে নবনির্বাচিত সভাপতি আব্দুল মতীন খান কোষাধ্যক্ষ মোক্তার হোসেনসহ নির্বাচিত সদস্যরা এফপিএবির সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।