এবার ফায়ার ফাইটার অফিসার আইরিন
বিনোদন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকা- ও এই বাহিনীর সদস্যদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ছবি ‘সেভ লাইফ’। এই ছবিতে একজন ফায়ার ফাইটার অফিসারের ভূমিকায় দর্শক দেখতে পাবেন চিত্রনায়িকা আইরিনকে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের জুনিয়র ফায়ার ফাইটার অফিসারের চরিত্রে অভিনয় করছি। আজ থেকে এর কাজ শুরু হবে। ফায়ার সার্ভিসের কর্মী হিসেবে পোশাকটা পরার পর গর্ব হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন কাজী আমিরুল শোভা।
ছবিতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী চম্পাকে। ‘সেভ লাইফ’ ছবিতে আরও অভিনয় করবেন ফেরদৌস, পপি,আনিসুর রহমান মিলনসহ অনেকে।
Spread the love